আমার হয়ে যা
- হায়দার আলী লিটন ০৫-০৫-২০২৪

তুই না হয়, আকাশ হয়ে যা।
আমি হই মেঘ।
তোর আকাশে ভাসবো আমি,
যখন আমায় পড়বে মনে, বৃষ্টি হয়ে
ছুঁয়ে দেবো তোর চোখের পাতা।

না না না।তুই বরং,ফুল হয়ে যা।
ফুটে যা তুই বাগান জুড়ে, পথে পথে
আমি,ভোমর হয়ে খোঁজে নেবো তোকে।

তুই যদি পথ হয়ে যাস।
বাউল হয়ে, পৌঁছে যাবো অচিন দূরে।

না না না। তুই কেন পথ হবি রে?
তুই সাগর হয়ে যা।
আমি,ঢেউ হয়ে উতাল করে দেবো তোকে।
কূল ভেঙ্গে দেবো, বাঁধন সব।

না তাও না।তুই শব্দ হয়ে যা।
তোর শব্দে কবিতা লিখবো।
সাদা কাগজে তুই কবিতা হয়ে জন্ম নিবি।

না। তা না।তুই বরং আগুন হয়ে যা।
আমি, কয়লা হয়ে পুড়বো তোর আগুনে।

না না না। তুই ঘর হয়ে যা।
সেই ঘরে আমি বসত করবো।
তুই শুধু আমার হয়ে যা।আমার যা।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।